ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবির ১৫ কোটি ডলার ঋণ, পাল্টে যাবে ঢাকা-খুলনার চিত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
এডিবির ১৫ কোটি ডলার ঋণ, পাল্টে যাবে ঢাকা-খুলনার চিত্র চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: দ্রুত বর্ধমান ঢাকা ও খুলনা শহরের উন্নয়নে ‘সেকেন্ড সিটি রিজিওন ডেভলপমেন্ট প্রজেক্ট’ প্রকল্পের আওতায় ১৫ কোটি ডলার (প্রায় এক হাজার ২৭৫ কোটি টাকা) ঋণ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এই চুক্তিতে সই করেন।

এই ঋণে ঢাকা-খুলনার নগর ও নগর সংলগ্ন এলাকার অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্প এলাকার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা ও খুলনা বিভাগের তিনটি সিটি করপোরেশন, ১৪টি পৌরসভা ও তিনটি উপজেলার ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১৫৩ কিলোমিটার ড্রেন উন্নয়ন, এক হাজার ৭২২ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হবে।

ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, এডিবি শুধু অবকাঠামোখাতেই নয়, দেশের সামাজিকখাতের উন্নয়নেও অনেক সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় শহরগুলোর মানুষের জীবনমানের উন্নয়ন করা হবে। শহরগুলোতে সড়ক ও ড্রেনেজ সিস্টেম উন্নত করা হবে। আর দেশের উন্নয়ন ধরে রাখতে ঢাকা ও খুলনা শহর অন্যতম ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।