ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় চার জেলার ২৮ করদাতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
বগুড়ায় চার জেলার ২৮ করদাতাকে সম্মাননা

বগুড়া: বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধার ২৮ করদাতাকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কর বিভাগের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান করদাতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন এবারও জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর নয় বার সর্বোচ্চ করদাতার পুরস্কার নিয়েছেন তিনি। চলতি করবর্ষে তিনি পাঁচ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন।

বগুড়া কর অঞ্চলের উপ-কর কমিশনার হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ৪৪ বছর বয়সী মাসুদুর রহমান মিলন দীর্ঘ পঁচিশ বছর ধরে কর দিয়ে আসছেন। গত পঁচিশ বছরে তিনি ২৬ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৬৪১ টাকা কর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
কেইউএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।