ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিজিআইএ ফেলোশিপ পেলেন বিএসইসির কমিশনার নিজামী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
সিজিআইএ ফেলোশিপ পেলেন বিএসইসির কমিশনার নিজামী

ঢাকা: সিজিআইএ প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসার মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী।

ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা যায়, নিজামী এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন পেশাদারদের সঙ্গে ফেলোশিপ গ্রহণের জন্য যোগ দিয়েছেন।

ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পেশায় অসামান্য অবদানের জন্য তিনি এ ফেলোশিপ অর্জন করেছেন।

সিজিআই ইনস্টিটিউট হলো ফিন্যান্স ইনভেস্টমেন্ট পেশাদারদের একটি বিশ্বব্যাপী পেশাদার সংস্থা, যা অর্থ ও বিনিয়োগ পরিচালনার শিল্পের নৈতিক বিনিয়োগ অনুশীলনের জন্য বিশ্ব মান নির্ধারণ করে।

প্রতিষ্ঠানটি চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআই) সরবরাহ করে। এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

নিজামী বর্তমানে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক করপোরেশনের উপদেষ্টা গ্রুপের সদস্য হিসেবে বিএসইসির প্রতিনিধিত্ব করছেন। আর্থিক নিয়ন্ত্রকদের প্রশিক্ষণ উদ্যোগের (এপিসি-এফআরটিআই) পাশাপাশি আর্থিক প্রতিবেদন কাউন্সিলর সদস্য (এফআরসি) হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

পুরস্কার সম্পর্কে নিজামী বলেন, আমি সিজিআইএ ইনস্টিটিউটকে বিশেষত কাউন্সিলের সদস্যদের কাছে আমার প্রার্থিতা বিবেচনা করার জন্য এবং আমাকে বিশিষ্ট ফেলো ও ইনস্টিটিউটের সদস্য হিসেবে ভূষিত করার জন্য কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি প্যারাগমেটিক কৌশলে ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে চাই। সর্বদা ইনস্টিটিউটের পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতি অনুগত থাকবো। ইনস্টিটিউটের একজন ফেলো হিসেবে সর্বদা সদস্যদের এখতিয়ারের মধ্যে সর্বোত্তম শিল্পচর্চা ও নেটওয়ার্কিংয়ের উন্নয়নের দিকে এবং লক্ষ্য প্রচারে সর্বদা সহায়ক থাকবো।

সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের মাধ্যমে বিএসইসির কমিশনার নিজামী ইনস্টিটিউটের কারযক্রম ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নিজামী বলেন, সিজিআইএ’র মতো আন্তর্জাতিক খ্যাতিমান প্রতিষ্ঠান থেকে এ ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার পক্ষে অবিশ্বাস্যভাবে একটি স্বাতন্ত্র ও সম্মান।

প্রফেসর নিজামী ২০১১ সাল থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার হিসেবে যুক্ত রয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি বিএসইসিতে যোগদানের আগে ইউনিভার্সিটি অব চিটাগং ইন বাংলাদেশে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।