ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিম উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বগুড়ায় বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিম উদযাপন বগুড়ায় বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিম উদযাপন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিম-২০১৯ উদযাপন উপলক্ষে ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরে একটি হোটেলে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা জেলার মোট ৩৫০ জন ব্যবসায়ীদের নিয়ে এ সমাবেশ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পপতি ও এ আর কে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বসুন্ধরা টিস্যু হাইজিন খাতা ও কাগজের পরিবেশক আতাউর রহমান খান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা টিস্যুর ডেপুটি জেনারেল ম্যানেজার ইমদাদুল হক।

এছাড়া সমাবেশ আরও বক্তব্য রাখেন বসুন্ধরা খাতা, কাগজ ও এ ফোর পেপারের ন্যাশনাল সেলস ম্যানেজার রাজু আহম্মেদ, বসুন্ধরা টিস্যুর নর্থ বেঙ্গল ম্যানেজার খাইরুল ইসলাম, বসুন্ধরা টিস্যুর বগুড়া এরিয়া সেলস ম্যানেজার রবিন রায়।

সমাবেশে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ব্যবসায়ীদের সমাবেশের আয়োজন করা হয়। বসুন্ধরা জীবানু মুক্ত টিস্যু। তাই এটি বিশ্বের ১৯টি দেশে রপ্তানি হচ্ছে।  

সমাবেশ শেষে ব্যবসায়ীদের নিয়ে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।