ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমএসই পরিষেবা খাতের সুবিধার্থে ‘সেবা বৃদ্ধি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএসই পরিষেবা খাতের সুবিধার্থে ‘সেবা বৃদ্ধি’

বাংলাদেশের সেবা-পরিষেবা শিল্পের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা ও পরিষেবা সরবরাহকারীদের আর্থিক অন্তর্ভুক্তিকে একই ছায়াতলে আনার জন্য একসঙ্গে যুক্ত হয়েছে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড ও বিজনেস ফাইন্যান্স ফর দ্যা পুর পিপল-বাংলাদেশ (বিএফপি-বি)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেবা ও বিএফপি-বি’র যৌথ এ উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘সেবা বৃদ্ধি’।

 

‘সেবা বৃদ্ধি’ প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ী থেকে ব্যবসায়ীর (বি টু বি) আর্থিক সহযোগিতা পরিচালনার সেবার পাশাপাশি এর ইআরপি অ্যাপ্লিকেশন ‘এস ম্যানেজার’র মাধ্যমে ব্যবসার বিকাশ, অ্যাকাউন্ট, বই পরিচালনা, বাজার পরিচালনা এবং আনুষ্ঠানিক আর্থিক পরিষেবা সরবরাহের সুযোগ সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।