ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা আশঙ্কায় সীমান্তহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
করোনা আশঙ্কায় সীমান্তহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাট পরিদর্শন করছেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। ছবি: বাংলানিউজ

ফেনী: করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ফেনীর ছাগলনাইয়া ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রী নগর সীমান্তহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হাট কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ) ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজজামান ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের সীমান্তহাট পরিদর্শন করেন ।  

হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলক বর্ডার হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

তিনি বলেন, হাট ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় হাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।  আমরা এ ব্যাপারে ভারতের হাট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এখনো তাদের কাছ থেকে কোনো উত্তর পাইনি। তবে মৌখিকভাবে তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমরা আমাদের সিদ্ধান্ত ভারতকে জানিয়েছি। আশা করি তারাও এ ব্যাপারে সম্মতি দেবে।

হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বাংলানিউজকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।