ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এটি একটি “ব্যর্থ বুলেটের গল্প”

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এটি একটি “ব্যর্থ বুলেটের গল্প”

পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্ট ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড ও বেদনাবিধূর একটি শোকের দিন।  

১৯৭৫ সালের এ দিনে বুলেটের আঘাতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

 

কিন্তু সেই ঘাতক বুলেট আসলেই কি বঙ্গবন্ধুকে মেরে ফেলতে পেরেছে? পারেনি!

বাঙালি জাতির পরিচয়, হৃদয়, মানসপটে,  মানচিত্রে, পতাকায়, অস্হিমজ্জায় মিশে আছেন তিনি। পৃথিবীর কোনো অস্ত্র বা শক্তি একটি জাতির মুক্তিকে দাবিয়ে রাখতে পারেনি, পারে না, পারবেও না কোনদিন।

#মানুষ_বাঁচলে_দেশ_বাঁচবে (ভিডিও)

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।