ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রয়াদেশ না থাকায় ইমাম বাটনের উৎপাদন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
ক্রয়াদেশ না থাকায় ইমাম বাটনের উৎপাদন বন্ধ ইমাম বাটন

ঢাকা: ব্যবসায় লোকসান এবং ক্রেতাদের ক্রয়াদেশ না থাকায় পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইমাম বাটনের উৎপাদন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যাপ্ত আয়ের অভাবে ২০১১ সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে। এছাড়া বিক্রি স্বল্পতার কারণে উৎপাদন সক্ষমতার সন্তোষজনক ব্যবহার করা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস মহামারিতে বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

যে কারণে চলতি বছরের এপ্রিল থেকে উৎপাদন বন্ধ রয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।