ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিইএফটিএন অপারেটিং ভার্সন-২ ব্যবহারের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
বিইএফটিএন অপারেটিং ভার্সন-২ ব্যবহারের নির্দেশ

ঢাকা: দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) অপারেটিং রুলস ভার্সন-২ ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সব তফসিলি ব্যাংক বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের সঙ্গে সংযুক্ত রয়েছে। এসব ব্যাংককে বিইএফটিএন অপারেটিং রুলস ভার্সন-২ মেনে চলার পরামর্শ দেওয়া হলো। এ নির্দেশনা প্রজ্ঞাপন জারির দিন থেকেই কার্যকর।

বিইএফটিএন অপারেটিং রুলস ইস্যু করা হয়েছে ২০১০ সালে। ব্যাংকগুলোর সুবিধার্থে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের রুল-২ উন্নয়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।