ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থ-সামাজিক পুনরুদ্ধারে প্রকল্প বাস্তবায়ন গতি বাড়াবে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
আর্থ-সামাজিক পুনরুদ্ধারে প্রকল্প বাস্তবায়ন গতি বাড়াবে এডিবি

ঢাকা: দ্রুত আর্থ-সামাজিক পুনরুদ্ধারের জন্য প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৪ মার্চ) ত্রিপক্ষীয় পোর্টফোলিও পর্যালোচনা সভায় (টিপিআরএম) ২০২০ সালের পোর্টফোলিও কার্যকারিতা পর্যালোচনা করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরের জন্য স্বল্প ও মধ্য-মেয়াদী রোডম্যাপ বাস্তবায়নে সম্মত হয়েছে এডিবি।

ভার্চ্যুয়ালি টিপিআরএম-সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। ২০২১ সালে প্রথম এই জাতীয় পর্যালোচনা সভায় সিনিয়র সরকারি কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং এডিবির কর্মীরা অংশ নেন।

মনমোহন প্রকাশ বলেন, দেশব্যাপী মহামারি চলছে, আমরা দ্রুত আর্থ-সামাজিক পুনরুদ্ধারের জন্য প্রকল্প বাস্তবায়নে বেশি নজর দেবো, যাতে করে দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে দেশব্যাপী সুফল পেতে পারেন এবং করোনা সংকট কাটিয়ে উঠতে পারেন। প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের বেশি বেশি তাগিদ দিতে হবে।

বৈঠকে ২০২০ সালের প্রকল্পের অগ্রগতি এবং ২০২১ সালের পাইপলাইনে থাকা প্রকল্পের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পের অর্থ দ্রুততার সঙ্গে ব্যবহার করতে হবে এবং ধীরগতির চলমান প্রকল্পের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় ঐকমত্য হয়েছে।

৫২ প্রকল্পে এডিবি বর্তমানে ১১ দশমিক ২৬ বিলিয়র ডলার অর্থায়ন করছে। এনার্জি, পরিবহন, পানিসম্পদ এবং নগর/পৌর অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়নে বাংলাদেশকে অর্থায়ন করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।