ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি

ঢাকা: সম্প্রতি গঠিত ‘টেকনোলজি ডেভেলেপমেন্ট ফান্ড’ থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবার জন্য ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।  

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ মর্মে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করে।

 

অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের গ্রাহকদের মূলধনী যন্ত্রপাতি আমদানি তথা প্রযুক্তিগত উন্নয়নের জন্য মেয়াদি ঋণ দেওয়ার বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। জাতীয় রপ্তানি নীতি ২০১৮-২০২১ এ বর্ণিত সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত ও বিশেষ উন্নয়নমূলক শিল্প খাতসমূহ এ ফান্ড থেকে পুনঃঅর্থায়ন পাবার জন্য বিবেচিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।