ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক  বেনাপোল বন্দর

বেনাপোল( যশোর): করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মতো লকডাউন ঘোষণায় দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী সাত দিন বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।  

সোমবার (৫ এপ্রিল) দুপুরে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, লকডাউনের মধ্যে স্বাভাবিক নিয়মে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম চলছে।

এসময় তিনি আরো জানান, বন্দরে স্বাস্থ্যবিধি মেনে ট্রাকচালকরা আমদানি পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। এছাড়া দুই দেশের মধ্যে শর্তসাপেক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সচল রয়েছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

এদিকে বেনাপোল বন্দর এলাকায় বন্ধ রয়েছে যাত্রীবাহী সব ধরনের গণপরিবহন। এতে করে ভারত থেকে ফেরত আসা পাসপোর্টধারী যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, দ্বিতীয় বারের মতো লকডাউনে বেনাপোল বন্দরের কার্যক্রমের পাশাপাশি স্বাভাবিক থাকছে বেনাপোল কাস্টমস হাউজের কার্যক্রমও। স্বাস্থ্যবিধি মেনেই সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজে সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা পণ্য ছাড়করণে কাজ করছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, লকডাউনের মধ্যে এ পথে শর্তসাপেক্ষে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। বর্তমানে মেডিক্যাল, বিজনেস ও কূটনৈতিক ভিসায় যাতায়াত করছেন যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।