ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুলিশকে ১০ হাজার মাস্ক দিলো মেঘনা ইন্স্যুরেন্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
পুলিশকে ১০ হাজার মাস্ক দিলো মেঘনা ইন্স্যুরেন্স

ঢাকা: পুলিশ সদস্যদের মধ্যে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।  

সম্প্রতি মেঘনা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমানের কাছে পাঁচ হাজার মাস্ক হস্তান্তর করেন।

 

এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকার তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মনোয়ার হাসনাত খানের কাছে আরও পাঁচ হাজার মাস্ক হস্তান্তর করা হয়।

কোম্পানির চেয়ারম্যান সাবরিনা রহমান বলেন, চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফ্রন্টলাইনারদের সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিক ও পুলিশের মতো ফ্রন্টলাইনার যোদ্ধাদের সহায়তা করার জন্য স্ব-উদ্যোগে এগিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।