ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: বাংলানিউজ    

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে চারটি শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজার জেলার শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।


 
এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
বিবিবি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।