ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

ঢাকা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন ব্যাংকে কোনো লেনদেন হবে না।

তবে ইন্টারনেট ব্যাংকিং, এটিএম লেনদেন ও মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে।

মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের সব অফিস আদালতও বন্ধ থাকবে। তাই ওইদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গ্রাহক ইন্টারনেট, এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।