ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকা 

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ কোম্পানির ৩৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডাচ-বাংলা ব্যাংক ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এনআরবিসি ব্যাংক ৩ কোটি ৫০ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এসিআই, বিডি ফিন্যান্স, ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ডরিন পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, জিএপি ফিন্যান্স, ইফাদ অটোস, ইসলামিক ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, ম্যারিকো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস ও উত্তরা ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০১, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।