ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম লিমিটেড) সঙ্গে অতালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলসের একত্রীকরণের (মার্জার) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৭ জুন) বিএসইসির ৭৭৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটি নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মার্জারের মাধ্যমে বিএসআরএম লিমিটেডের পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৭ লাখ টাকা থেকে বেড়ে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা হবে। এক্ষেত্রে বিএসআরএম লিমিটেড থেকে বিএসআরএম স্টিল মিলসের শেয়ারহোল্ডারদের ১০ টাকা মূল্য মানের ৩৯ কোটি ৪৪ লাখ শেয়ারের বিপরীতে ৬ কোটি ২৫ লাখ শেয়ার ইস্যু করবে।
এক্ষেত্রে উচ্চ-আদালতের আদেশ অনুসারে কমিশন শেয়ারের বিনিময় রেশিও ১:০.২৮৮ হিসেবে শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করে।
পুঁজিবাজারে বিএসআরএম গ্রুপের আরও একটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। যেটির নামও প্রায় একই। কোম্পানিটির নাম হচ্ছে- বিএসআরএম স্টীল লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসএমএকে/এএটি