ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ এখন বাংলাদেশের রাস্তায়!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ৭, ২০২১
বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ এখন বাংলাদেশের রাস্তায়!

ঢাকা: বাংলাদেশে স্পোর্টস বাইক সেগমেন্টে বাজাজ পালসার সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল। ২০১৮ সালে বাজাজ পালসার এনএস ১৬০ বাংলাদেশে ‘ফাস্টেস্ট বাংলাদেশি’ নামে বাজারজাতকরণ করা হয়।

এরই ধারাবাহিকতায়, ২০২১ সালে এদেশের স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য উত্তরা মোটর্স নিয়ে এলো বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ, ‘দ্য নিউ লুক অফ পাওয়ার’।  

বাংলাদেশে বাজাজ পালসার মোটরসাইকেলের প্রবেশ ২০০৩ সালে, উত্তরা মোটর্সের হাত ধরে। সুদীর্ঘ ১৮ বছর ধরে বাজাজ পালসার এদেশের স্পোর্টস বাইক সেগমেন্টে সকলের আপোষহীন চাহিদা পূরণ করে চলেছে, এবং এক দশক ধরে মার্কেট লিডারের স্থান ধরে রেখেছে।

স্পোর্টস বাইক সেগমেন্টে বাজাজ পালসারই বাংলাদেশে প্রথম স্পোর্টস বাইক। বাজাজ পালসার সবার চাহিদা ও বিশ্বস্ততার জায়গা অর্জন করে নিতে পেরেছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আপগ্রেডেড বাইক বাজারজাতকরণ ও উন্নতমানের সার্ভিস প্রদানের মাধ্যমে। বাজাজ পালসার এনএস লাইনের সর্বশেষ সংযোজন বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ, ‘দ্য নিউ লুক অফ পাওয়ার’।

বাজাজ অটোস সবসময়ই গ্রাহকদের জন্য সেরা ও সর্বাধুনিক প্রযুক্তির মোটরসাইকেল নিয়ে এসেছে, আসছে, এবং নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় উবার রেস্পন্সিভ এবিএস প্রযুক্তি থাকছে বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ, ‘দ্য নিউ লুক অফ পাওয়ার’ এ।

১৩৭২ মিলিমিটার হুইলবেইজ, ১৭৭ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ২০১৭ মিলিমিটার দৈর্ঘ্য, ১০৬০ মিলিমিটার উচ্চতা, ৮০৩.৫ মিলিমিটার প্রস্থের সঙ্গে আকর্ষণীয় গ্রাফিক্স এবং কালার স্কিম বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশকে নতুন মাত্রা দান করেছে।   মাস্কুলার ডিজাইন, এলইডি টেইল ল্যাম্প, আকর্ষণীয় পেরিমিটার ফ্রেম, অ্যালয় হুইল, রাস্তায় সবার নজর কাড়তে বাধ্য।  

কার্বুরেটর ইঞ্জিন টেকনোলজির বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ ১৬০ সিসি ডিটিএস-আই ইঞ্জিন এ চালিত। সঙ্গে ব্রেকিংয়ে আছে এবিএস, ইসিইউ সেন্সর। উবার রেস্পন্সিভ এবিএসের সঙ্গে ফ্রন্টে ২৬০ মিমি ডিস্ক ব্রেক এবং রিয়ারে ২৩০ মিমি ডিস্ক ব্রেক থাকছে বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশে।

বার্ন্ট রেড এবং সাটিন ব্লু, এই দুই কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ। এর দাম পড়বে ২,১৮,০০০ টাকা। চলমান ঈদ অফারে (১৫ ই জুন পর্যন্ত) ১০ হাজার টাকা ছাড়ে ২,০৮,০০০ টাকায় পাওয়া যাবে বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ। দুই বছরের ওয়ারেন্টি, ৪টি ফ্রি সার্ভিস দিচ্ছে উত্তরা মোটর্স বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশের সঙ্গে। আর সহজ কিস্তি সুবিধা তো থাকছেই!

মোটরসাইকেল উৎপাদনের দিক থেকে বিশ্বে বাজাজ মোটরসাইকেল তৃতীয় স্থানে। ভারতসহ বিশ্বের প্রায় ৭০টি দেশে বাজাজ মোটরসাইকেল বিক্রি হয়। ভারত থেকে রপ্তানি করা মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে বাজাজ মোটরসাইকেল এক নম্বরে। প্রতি তিনটি রপ্তানি করা মোটরসাইকেলের মধ্যে দুটিই থাকে বাজাজ মোটরসাইকেল।

উত্তরা মোটর্স সেই ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে বাজাজের মোটরসাইকেল ও থ্রি-হুইলার আমদানি ও বাজারজাত করে চলেছে। উত্তরা মোটর্স বাংলাদেশে বাজাজ পণ্যের একমাত্র পরিবেশক। বর্তমানে ঢাকার অদূরে নিজস্ব কারখানা থেকে প্রায় আড়াই লাখ উন্নতমানের বাজাজ মোটরসাইকেল বাংলাদেশের বাজারে সরবরাহ করছে উত্তরা মোটর্স।
উত্তরা মোটর্স সারা বাংলাদেশে নিজস্ব ১৫টি শাখা অফিস ও ৪০০টিরও বেশি শোরুম এবং সার্ভিস সেন্টারের মাধ্যমে বিক্রয়োত্তর সেবাপ্রদান করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।