ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক রাজশাহী-খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ৯, ২০২১
ইসলামী ব্যাংক রাজশাহী-খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী ও খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সালাম ও মো. মিজানুর রহমান মিজি।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম।  

ব্যাংকের রাজশাহী ও খুলনা জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তারা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সম্মেলন যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।