ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিয়শপে শুরু হলো ‘সেইম ডে ডেলিভারি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জুন ১৪, ২০২১
প্রিয়শপে শুরু হলো ‘সেইম ডে ডেলিভারি’

ঢাকা: সম্প্রতি দেশে বেশ বৃদ্ধি পেয়েছে ই-কমার্সে কেনাকাটা। বিশেষ করে করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে শপিং হয়ে উঠেছে অনেক জনপ্রিয়।

দেশের মানুষকে উন্নত সেবা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে দেশের নেতৃস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম। চলছে ‘প্রিয়শপ ফেস্ট’ ক্যাম্পেইন। থাকছে ডাবল টাকা ভাউচার, বাই ওয়ান গেট সিক্স, ম্যাসিভ ডিসকাউন্ট, সারপ্রাইস বক্স, ৫ টাকা ডিল ও আরও অফার।

এছাড়া আরও থাকছে সেইম ডে ডেলিভারি। নতুন ‘সেইম ডে ডেলিভারি’ উদ্যোগে অর্ডার করার দিনেই অর্ডারকৃত পণ্য হাতে পেয়ে যাবেন গ্রাহকরা।

যেকোনো দিন বিকেল ৪টার আগে যদি কোনো অর্ডার করা হয়, সেই নির্দিষ্ট দিনেই ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাবে পণ্য।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, গ্রিন রোড এবং এলিফ্যান্ট রোডের গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘সেইম ডে ডেলিভারি’ সুবিধা। তাছাড়া, ঢাকার বাইরের গ্রাহকরা অর্ডার করার ১ কার্যদিবসের মধ্যেই পৌঁছে যাবে অর্ডারকৃত পণ্য।  

এছাড়াও, অর্ডার করার সময়ে চলমান সকল প্রোমো এবং ডিসকাউন্ট প্রযোজ্য থাকছে সেইম ‘ডে ডেলিভারিতে’। এমন কি, ‘সেইম ডে ডেলিভারি’ সুবিধা চলবে একদম ফ্রি।

বেশ কয়দিন ধরে প্রিয়শপে চলছে ‘নেক্সট ডে ডেলিভারি’ সুবিধা। ‘নেক্সট ডে ডেলিভারি’ অধীনে যেকোনো পণ্য আজ অর্ডার করলে কাস্টমারের কাছে পৌঁছে যাবে আগামীকাল। এই উদ্যোগে বেশ ভালো সাড়া পেয়ে গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের জন্য প্রিয়শপের নতুন পরিষেবা ‘সেইম ডে ডেলিভারি’ চালু হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, ‘প্রিয়শপ ডটকম সব সময় গ্রাহককেন্দ্রীক ই-কমার্স প্লাটফর্ম। গ্রাহকরা যেন সহজে ঘরে বসে পণ‍্য কিনতে পারে সেই লক্ষ‍্যে কাজ করে যাচ্ছি আমরা। ডেলিভারি সেবা উন্নয়নের জন‍্য পরিশ্রম চলছে দিনরাত। সেইম ডে ডেলিভারি সুবিধার কারণে, আমাদের গ্রাহকরা তাদের চাহিদার সব পণ্য হাতে পেয়ে যাবেন সাথে সাথে, সহজেই। ’

প্রিয়শপ ফেস্ট ক্যাম্পেইন চলবে ১৬-১৭ জুন পর্যন্ত। এই ফেস্টে থাকছে গ‍্যাজেট, গ্রোসারি, ফ‍্যাশন, মোবাইল, বাইকসহ হরেক রকমের পণ‍্য।

নগদ, রবি এলিট, জিপি স্টার, সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মাস্টারকার্ড হোল্ডারগণ পেমেন্টে পাবেন সর্বোচ্চ ১৫% এক্সট্রা ডিসকাউন্ট।

উল্লেখ্য, প্রিয়শপ ডটকম দেশীয় শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। হাজারেও বেশি ব্র্যান্ড ও লক্ষাধিক পণ্যের পসরা রয়েছে প্রিয়শপ ডটকমে। জাতিসংঘের গবেষণায় ই-কমার্স খাতের আদর্শ মডেল হিসেবে প্রিয়শপ ডটকমের নাম উঠে এসেছে ইউএনসিটিএডি বাংলাদেশ অ্যাসেসমেন্ট প্রতিবেদনে। এছাড়া ২০২০ সালে সিংঙ্গাপুরে সেরা দশ স্টার্টআপ এশিয়া, ২০১৯ সালে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার, ২০১৮ সালে ইন্ডিয়া হতে সুপার স্টার্টআপ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিককালে, চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২০-তে ‘শ্রেষ্ঠ ই-কমার্স’ খেতাব উপার্জন করেছে প্রিয়শপ ডটকম।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://priyoshop.com

বাংলাদেশ সময়: ০৩০১, জুন ১৪, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।