ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘উপায়ে’ কর্মীদের বেতন দেবে ফ্যালকন গ্রুপ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
‘উপায়ে’ কর্মীদের বেতন দেবে ফ্যালকন গ্রুপ

ঢাকা: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর মাধ্যমে কর্মীদের বেতন দিতে ফ্যালকন গ্রুপের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাইদুল হক খন্দকার এবং ফ্যালকন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

উপায়ের পক্ষে চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, ডিরেক্টর (বিজনেস 
সেলস) সাদ মোহাম্মদ ফজলুল করিম, ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন সেলস) বিপ্লব ব্যানার্জী, সিনিয়র ম্যানেজার (বিজনেস সেলস) এস এম ওয়াহিদ ফেরদৌস এবং ফ্যালকন গ্রুপের মহাব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।

সব শ্রেণির জনগনকে আরও বৃহৎ পরিসরে আর্থিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’ চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।