ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুবদের উন্নয়নে জাতীয় যুব বাজেট অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জুন ২০, ২০২১
যুবদের উন্নয়নে জাতীয় যুব বাজেট অধিবেশন অনুষ্ঠিত

ঢাকা: যুবকদের ভাবনা, মতামত ও প্রত্যাশা নিয়ে জাতীয় যুব বাজেট অধিবেশন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৯ জুন) ধুব্রতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও অ্যাকশন এইড বাংলাদেশ অনলাইন মাধ্যমে এ ছায়া সংসদ বাজেট অধিবেশনের আয়োজন করে।

 

জাতীয় যুব বাজেট অধিবেশনে ছায়া যুব সংসদ সদস্য হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনশ বেশি তরুণ-তরুণী ওয়েবিনারের মাধ্যমে এই বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে।

 

দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরুতে ছায়া সংসদের বাজেট আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

 

অন-লাইন আলোচনায় আরও ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ক্যাম্পই জাতীয় সমন্বয়ক কে এম এনামুন হক। আলোচনায় অংশ নেন ধ্রুবতারার চেয়ারম্যান প্রফেসর শাহ আজম।

 

ছায়া সংসদে স্পিকারের দায়িত্বে ছিলেন ধ্রুবতারা নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক। এছাড়াও সারা দেশ থেকে যুব প্রতিনিধিরা ওয়েবিনারে যুক্ত যুবদের উন্নয়নে বাজেট নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

 

ভার্চুয়াল ছায়া সংসদের বাজেট আলোচনায় জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে বিশেষ বরাদ্দ, অর্থনীতি পুনরুদ্ধারে নারী উদ্যোক্তাদের বিশেষ প্যাকেজের আওতায় আনাসহ বাজাটে আলাদা বরাদ্দ দিয়ে যুবদের উন্নয়নে যুব ব্যাংক প্রতিষ্ঠা করার দাবি তুলে ধরা হয়।

 

একই সঙ্গে শহরে ও গ্রামে সব জায়গায় উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতের জন্য বাজেটে আলাদা বরাদ্ধ দিয়ে যুবদের অর্থনৈতিক উন্নয়নে সরকারকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

বাজেট নিয়ে আয়োজিত যুব সংসদ সদস্যদের আলোচনায় ছিল কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাতের সহজীকরণ এর জন্য করোনা পরবর্তী শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য বাজেট বরাদ্দ দেওয়া, প্রণোদনার মাধ্যমে যুব নেতৃত্ব ও শিল্পোদ্যোক্তাকে বিকশিত করা। ৪র্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য জাতীয় যুবনীতির বাস্তবায়নে বাজেটকে যুগপোযোগী করে সাজানো। যুব কাউন্সিলর গঠন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও করোনা পরবর্তী এসডিজি-২০৩০ অর্জনের লক্ষে বাজেট প্রত্যাবর্তনে কার্যকর কমপরিকল্পনা গ্রহণ করা।

 

বাংলাদেশ সময়: ০০২৪ ঘন্টা, জুন ২০,২০২১
আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।