ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির শেয়ারে কোনো বিক্রেতা নেই। লেনদেন শুরুর পর শেয়ারের দাম বেড়ে যাওয়ায় ১২ কোম্পানির শেয়ার হল্টেড হয়ে পড়ে।
মঙ্গলবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন চলাকালীন সময় হল্টেড হওয়া কোম্পানিগুলোর হলো: মনোস্পুল পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, মালেক স্পিনিং, প্রাইম টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ম্যাকসন্স স্পিনিং, হা-ওয়েল টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, এনভয় টেক্সটাইল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, দেশবন্ধু পলিমার এবং ইয়াকিন পলিমার।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসএমএকে/ওএইজ/