ঢাকা: পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার করা জন্য দ্বিতীয় দফায় আরও ১৬ ব্রোকারেজ হাউজ বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো- এমকেএম সিকিউরিটিজ, স্মার্ট শেয়ার, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, আমার সিকিউরিটিজ, ব্যাং জি জিও টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ, বি রিচ, কলম্বিয়া শেয়ার, রহিমা ইক্যুইটি, এম্পেরর সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ ও এনওয়াই ট্রেডিং।
এর আগে প্রথম দফায় গত ১৯ মে ৩০ ট্রেক অনুমোদন দেয় বিএসইসি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসএমএকে/ওএইচ/