ঢাকা: মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের মানি চেঞ্জারগুলোর লাইসেন্স নবায়নের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে চলতি বছরে ব্যবসার বার্ষিক লক্ষ্য অর্জন না করতে পারলেও মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো।
রোববার (২৭ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব মানি চেঞ্জারগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রচলিত নিয়মে দেশের মানি চেঞ্জারগুলোকে প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে হয়। ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের নবায়ন করার জন্য বছরে ৫ লাখ টাকা এবং অন্যান্য জেলার মানি চেঞ্জারগুলোকে সাড়ে তিনলাখ টাকা আয় করতে হয়। এবং আয় যাই হোক লাইসেন্স নবায়নের সুযোগ পাবে সব প্রতিষ্ঠান। করোনার কারণে গেলো বছরও একই সুযোগ পেয়েছে মানি চেঞ্জারগুলো।
দেশে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রাপ্ত ২৩৪টি মানি চেঞ্জার রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় ৩৬৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এসই/ওএইচ/