ঢাকা: আগামী অর্থবছরের প্রথম দিন থেকে রেস্তোরাঁর খাবারের ভ্যাট যথাক্রমে ৫ শতাংশ ও ২ দশমিক ৫ শতাংশ কমানো হয়েছে।
এসি রেস্তোরাঁর খাবারের ভ্যাট ১৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ এবং নন-এসি রেস্তোরাঁর খাবারের ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ র্অথবছরের জন্য পাস করা অর্থবিল এসব সংশোধনী আনা হয়েছে।
অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রাজধানী, বিভাগী ও জেলা শহরে এসি, নন এসি রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্যাকেজ ভ্যাট তুলে নেওয়ার পর তদারকি বাড়িয়েছে এনবিআর। যদিও বিদ্যমান ভ্যাট আইনে ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারে কোনো ভ্যাট নেই।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এসই/এএ