ঢাকা: গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরে বিল পাবে বিক্রেতা ই-কমার্স প্রতিষ্ঠান। এর আগ পর্যন্ত টাকা জমা থাকবে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে।
এসব শর্ত দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
বুধবার (৩০ জুন) জারি করা সার্কুলার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসই/এনটি