ঢাকা: করোনা মহামারির এই সময়ে চুয়াডাঙ্গায় অষ্টম দিনের মতো গরিব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
অষ্টম দিনে বৃহস্পতিবার (৮ জুলাই) চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি ও মিনিস্টার গ্রুপের কর্মকর্তারা।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছেন গরীব, দুস্থ ও নিম্নবিত্ত মানুষ। এমতাবস্থায় তাদের পক্ষে খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য। তাই মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে এসব পরিবারের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, বন্যাদুর্গত এলাকা, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণ ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে মিনিস্টারের উৎপাদিত মাস্ক, হ্যান্ডওয়াশের মত বিভিন্ন সুরক্ষা পণ্য বিতরণ করেছে মিনিস্টার গ্রুপ। জাতীয় যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে মিনিস্টার গ্রুপ সর্বদা মানুষের পাশে থাকে।
‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ’ এই স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে মিনিস্টার গ্রুপ।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এএটি