বেনাপোল (যশোর): বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখে ভারত।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে গত চার দিন ধরে বোল্ডার পাথর প্রবেশ বন্ধ করে দেয় বাংলাদেশ। এই বোল্ডার পাথার আমদানি বন্ধ করে দেওয়ায় আজ সকাল থেকে ভারত দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিলো। পরে দুপুরে দুই দেশের কাস্টমস কর্মকর্তারা ও ব্যবসায়ীরা আলোচনা করে প্রতিদিন ৪০ ট্রাক বোল্ডার পাথর বাংলাদেশ প্রবেশ করবে বলে সিদ্ধান্ত হয়। যার ফলে বিকেল ৪টা থেকে ভারত ফের আমদানি-রপ্তানি শুরু করেছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, বেনাপোল বন্দরের জায়গা স্বল্পতার কারণে গত ৪ দিন আগে বোল্ডার পাথর আমদানি বন্ধ করে দেওয়া হয়। ফলে ভারত আজ সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে দুপুরে দুই দেশের কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয় প্রতিদিন বাংলাদেশে ৪০ ট্রাক বোল্ডার পাথর প্রবেশ করতে পারবে। ফলে বিকেল ৪টা থেকে ফের সচল হয়েছে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
আরএ