ঢাকা: করোনা সংক্রমণ রোধে কোরবানির পশু অনলাইনে কেনাবেচার অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোববার (১১ জুলাই) গণমাধ্যমে প্রচারের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু কেনাবেচায় অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে কেনাবেচার অনুরোধ জানানো হয়েছে।
সরকার বলছে, এর মধ্য দিয়ে করোনা ঝুঁকি এড়িয়ে কোরবানির পশু কেনা সহজ হবে, নিরাপদ থাকবে দেশের মানুষ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
জিসিজি/আরবি