ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাধারণ বীমার সাবেক ব্যবস্থাপক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
সাধারণ বীমার সাবেক ব্যবস্থাপক গ্রেফতার

ঢাকা: প্রায় ২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত মো. আবুল কাসেমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ জুলাই) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের উপসহকারী মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে একটি টিম সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দুদক সূত্রে জানা গেছে, সাধারণ বীমা করপোরেশনের (নিউ মার্কেট শাখা) ব্যবস্থাপক থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা আত্মসাত করায় ২০২০ সালের ৯ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসএমএকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।