ঢাকা: ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ-ভারত ইন্টারচেঞ্জ পয়েন্টগুলোতে পণ্যবাহী ট্রেন ও কন্টেইনার পরিবহনের মাধ্যমে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।
২০২০-২০২১ অর্থবছরে ইন্টারচেঞ্জ পয়েন্টগুলো (রহনপুর-সিঙ্গাবাদ, দর্শনা-গেদে, বেনাপোল-পেট্রাপোল এবং বিরল-রাধিকাপুর) দিয়ে মোট এক হাজার ৬১৩টি রেক বাংলাদেশে প্রবেশ করে।
ওপরে বর্ণিত এক হাজার ৬১৩টি রেকের মাধ্যমে মোট ৩৬ লাখ ৯৩ হাজার ৯৮৫ মেট্রিক টন পণ্য বাংলাদেশ রেলওয়ে পরিবহন করে৷ যার মধ্যে ৯৩টি রেক ছিল চাল পরিবহনকারী রেক এবং ৩১৬টি ছিল গম পরিবহনকারী রেক। মোট পরিবহন হওয়া চালের পরিমাণ দুই লাখ ১৫ হাজার ৬৯২ মেট্রিক টন এবং গমের পরিমাণ সাত লাখ ৬৭ হাজার ৮০৭ মেট্রিক টন।
এছাড়া নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য, জ্বালানি, তরল অক্সিজেন, পাথর ও জিপসাম ইত্যাদিও বাংলাদেশ রেলওয়ে পরিবহন করেছে৷
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
ডিএন/এসআই