ঢাকা: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারের লেনদেন ২৫৯২ কোটি টাকা ছাড়িয়েছে।
এরমধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫১১ কোটি টাকা এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো রেকর্ড ৬ হাজার ৫৯৬ পয়েন্ট ছাড়িয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। মঙ্গলবার সূচকটি ৬ হাজার ৫৩৫ পয়েন্ট অবস্থান করছিল। তবে আজ সূচকটি ৬০ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো ছয় হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করে সূচকটি। ওই দিন সূচকটি ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছিল।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩৯ ও ২৩৮৫ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ১৯৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
ডিএসইতে এদিন ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪২টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, মালেক স্পিনিং, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ফুওয়াং সিরামিক, বিএটিবিসি ও ম্যাকসন স্পিনিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার দর।
বৃহস্পতিবার সিএসইতে ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৮০ কোটি ১১ লাখ টাকার।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসএমএকে/ওএইচ/