ঢাকা: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৯ আগস্ট) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।
এদিন পুঁজিবাজারের লেনদেন ৩ হাজার ৬৬ কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। বৃহস্পতিবার সূচক ৬ হাজার ৫৯৬ পয়েন্ট অবস্থান করছিল। তবে সোমবার সূচকটি ৩২ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো ছয় হাজার ৬২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করে সূচকটি। ওই দিন সূচকটি ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছিল। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৫২ ও ২৩৯২ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৪২৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। এদিকে, সোমবার ডিএসইতে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এটি ডিএসইর ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ লেনদেন, এর আগে ২০১০ সালের ২ ডিসেম্বর ডিএসইতে লেনদেন হয় তিন হাজার ১৭৯ কোটি টাকার।
সোমবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, জিপিএইচ ইস্পাত, এস এস স্টিল, জেনেক্স, মালেক স্পিনিং, বিএটিবিসি ও ফুওয়াং সিরামিক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩২২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ১২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৪ লাখ টাকার।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসএমএকে/ওএইচ/