ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহকের টাকা ই-কমার্সের হিসাবে সরাসরি জমা নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
গ্রাহকের টাকা ই-কমার্সের হিসাবে সরাসরি জমা নয়

ঢাকা: গ্রাহকের কাছ থেকে নেওয়া টাকা ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যাংক হিসাবে সরাসরি জমা করা যাবে না। ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৫ আগস্ট) এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলের কবিরকে একটি চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ক্রয়ের বিপরীতে সরাসরি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার নির্দেশ দিচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে, এ ধরনের সুযোগ থাকলে আবার প্রতারিত হতে পারেন গ্রাহক।

এর আগে ডিজিটাল ই-কর্মাস নীতিমালার-২০২১ এর আলোকে জুন মাসে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্য মন্ত্রণালয় জানতে পেরেছে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই নীতিমালা ও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের নির্দেশনা উপেক্ষা করে গ্রাহকদের কাছ থেকে সরাসরি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা নিচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রাহক স্বার্থ রক্ষা এবং যে কোনো ই-কমার্স কোম্পানির প্রতারণা বন্ধ করতে ডিজিটাল ই-কমার্স নীতিমালা প্রণয়ন ও একাধিক উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসই/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।