ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমারখালী ও কানাইঘাটে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কুমারখালী ও কানাইঘাটে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু ...

ঢাকা: এনআরবিসি ব্যাংক কুষ্টিয়ার কুমারখালী ও সিলেটের কানাইঘাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

রোববার (২৯ আগস্ট) কুমারখালী উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, এখনও ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।

তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে এনআরবিসি ব্যাংক জড়িত থাকায় ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

এদিকে, একই দিনে সিলেটের কানাইঘাট উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা, গ্রাহকরা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।