ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসই-৩০ সূচকে নতুন আট কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
সিএসই-৩০ সূচকে নতুন আট কোম্পানি

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স ভিত্তিতে সিএসই-৩০ সূচকে সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে আটটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে।

আর তালিকা থেকে বাদ পড়েছে আট কোম্পানি। ১২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) সিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

সিএসই-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো-বিবিএস ক্যাবলস লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি, পূবালী ব্যাংক লিমিটড, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

সিএসই-৩০ সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- আর্গন ডেনিমস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, বাটা সু, বিডি ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।