ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বল্প সুদে রপ্তানিকারক প্রতিষ্ঠানের ঋণ পাওয়ার পথ সুগম হলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
স্বল্প সুদে রপ্তানিকারক প্রতিষ্ঠানের ঋণ পাওয়ার পথ সুগম হলো

ঢাকা: গ্রিন টান্সফরমেশন তহবিল থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে সরকারি ব্যাংকগুলোর কাজ করার জন্য নীতিমালা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (০৫ সেপ্টেম্বর) একটি সার্কৃলার জারি করে সব ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, গ্রিন টান্সফরমেশন তহবিল নামে বাংলাদেশ ব্যাংক একটি অর্থায়ন তহবিল পরিচালনা করে থাকে, যাতে ২০০ মিলিয়ন করে মার্কিন ডলার ও ইউরো রয়েছে। এ তহবিল থেকে অর্থ নিয়ে অংশগ্রহণকারী ব্যাংকগুলো রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করতে পারে। গৃহীত অর্থ দিয়ে সবুজ ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতির আমদানি ব্যয় নির্বাহ করা যায়।  

বিধিমালা অনুযায়ী অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে কাজ করতে হলে সংশ্লিষ্ট ব্যাংককের খেলাপী ঋণের পরিমাণ ১০ শতাংশের বেশি হতে পারবে না। অপরদিকে ঋণ বা বিনিয়োগের সঞ্চিতি, মূলধন এবং তারল্য ঘাটতি থাকলে কোনো ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে কাজ করতে পারবে না।  

সার্কুলার জারির মাধ্যমে এসব নিষেধাজ্ঞা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
এসই/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।