ঢাকা: আমদানি করা পণ্য খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযােগে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তাসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তারা হলেন- রাজস্ব কর্মকর্তা মাে.সাইফুল ইসলাম এবং সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মাে. মাহমুদুল হাসান মুন্সী, মাে. মাহবুবার রহমান, মাে. ওমর ফারুক, মাে. সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৮৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউজের এক রাজস্ব কর্মকর্তা ও সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
অভিযােগ রয়েছে, চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বদলি করা দুই কর্মকর্তার আইডি ব্যবহার করে সাতজন সিঅ্যান্ডএফের সহযােগিতায় চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাত করেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এসএমএকে/ওএইচ/