ঢাকা: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডকে (ডিবিবিএল) ২০২০-২০২১ অর্থ বছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিশেষ সম্মাননার সনদ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ব্যাংকিং ক্যাটাগরির কনভেনশনাল ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করায় ডিবিবিএলকে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিনের হাতে সম্মাননা সনদটি তুলে দেন।
এনবিআরর বৃহৎ করদাতা ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মো. রাহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, আলমগীর হোসেন, সদস্য (করনীতি) (গ্রেড-১) এবং মোহাম্মদ গোলাম নবী, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) (গ্রেড -১), জাতীয় রাজস্ব বোর্ড।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইকবাল হোসেন, কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এএটি