ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চালডালে ৮৫ কোটি টাকা বিনিয়োগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
চালডালে ৮৫ কোটি টাকা বিনিয়োগ 

ঢাকা: দেশি ও বিদেশি প্রতিষ্ঠান থেকে ৮৫ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান চালডাল ডটকম।  

লন্ডনভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াইজের সহপ্রতিষ্ঠাতা টাভেট হিনরিকাস, তরুণ প্রতিভাবানদের সহায়তাকারী প্ল্যাটফর্ম টপিকার মুখ্য পণ্য কর্মকর্তা স্টেন টামকিভি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এক্সপ্লোরেশন ক্যাপিটাল চালডালে বিনিয়োগ করেছে।

এছাড়া দেশি শিল্পগোষ্ঠী মীর গ্রুপও এ বিনিয়োগে অংশীদার।
 
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চালডালের পক্ষ থেকে।
 
এতে বলা হয়, সিরিজ-সি রাউন্ডের বিনিয়োগের অংশ হিসেবে মার্কিন মুদ্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পায় প্রতিষ্ঠানটি।
 
নতুন এ বিনিয়োগের মাধ্যমে দেশের আরও ১৫টি শহরে নিজেদের কার্যক্রম শুরু করতে চায় চালডাল। একইসঙ্গে চলতি বছরের মধ্যেই দেশব্যাপী নিজেদের আরও ৫০টি ওয়্যারহাউজ চালু করার লক্ষ্যমাত্রা আছে প্রতিষ্ঠানটির।

২০১৩ সালে ওয়াসিম আলিম, তেজাস বিশ্বনাথ এবং জিয়া আশরাফ যৌথভাবে চালডালের সূচনা করেন। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং যশোরে প্রায় ২৭টি ওয়্যারহাউজ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে চালডাল। বিগত এক বছরে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ব্যবসা করে চালডাল। এ সময়ে প্রায় ২৫ লাখ অর্ডার সফলভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। প্রতি বছর ১২০ শতাংশ হারে চালডালের প্রবৃদ্ধি হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এস এইচ এস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad