ঢাকা: জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআইয়ের নেতারা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন ও অন্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন।
২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘বাংলাদেশ ফরওয়ার্ড: দি নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধি দল।
বৃহস্পতিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদশ’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
২৪ সেপ্টেম্বর ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধি দল। ওই দিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত বিজনেস মিটিংয়ে অংশ নেবেন এফবিসিসিআই নেতারা।
২৬ সেপ্টেম্বর এনআরবি ওয়ার্ল্ডওয়াইড এর আয়োজনে ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউএস-বাংলাদেশ সোশিও-ইকোনোমিক পারসপেকটিভ’ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলে আরও রয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. আমিনুল হক শামিম, সহসভাপতি সালাহউদ্দিন আলমগীর, সহসভাপতি এম. এ. রাজ্জাক খান রাজ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দীন) এমপি প্রমুখ।
সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধি দল ২৭ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক থেকে রওনা দেবেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসই/জেএইচটি