ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মাস্টারকার্ডের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সোহেল আলিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
মাস্টারকার্ডের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সোহেল আলিম

ঢাকা: মাস্টারকার্ড বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সোহেল আলিম। তিনি বাংলাদেশের ব্যাংক ও ফিনান্সিয়াল টেকনোলজিসহ (ফিনটেক) আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে পার্টনারশিপ ভিত্তিক খাতগুলোতে কাজ করবেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড জানায়, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের তত্ত্বাবধানে কাজ করবেন সোহেল আলিম।

সোহেল আলিমের যোগদান প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড বাংলাদেশের টিমে সোহেল আলিমকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। পেমেন্টস ইন্ড্রাস্ট্রি এবং সংশ্লিষ্ট বৈচিত্র্যময় খাতে তার সমৃদ্ধ অভিজ্ঞতা মাস্টারকার্ড বাংলাদেশকে নতুনতর উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে বলে আমি আত্মবিশ্বাসী।

বাংলাদেশে মাস্টারকার্ডই একমাত্র পেমেন্ট নেটওয়ার্ক ও টেকনোলজি কোম্পানি ২০১৩ সাল থেকে এদেশে তাদের অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।