ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দর

২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ঈগল রেল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ঈগল রেল

ঢাকা: চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় ঈগল রেল।  

মঙ্গলবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শহীদুল ইসলাম জানান, শিকাগো-ভিত্তিক কনটেইনার লজিস্টিক কোম্পানি ঈগল রেল
চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়। এই বিনিয়োগের মধ্যে দিয়ে বাংলাদেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক খাতে মার্কিন এফডিআই বাড়বে।  

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে ঈগল রেলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ভিঞ্চকির সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ঈগল রেল কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে কনটেইনার হ্যান্ডলিং নিয়ে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি যে প্রযুক্তি ব্যবহার করে থাকে, সেটার মাধ্যমে কেবল কারের মতো ওপর দিয়ে কনটেইনার সরানো হয়ে থাকে।  

এই প্রযুক্তি ব্যবহার করলে চট্টগ্রাম বন্দর কনটেইনার জট থেকে মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।