ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
ফেনীতে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

ফেনী: ফেনীতে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) ফেনী সার্কিট হাউজের কনফারেন্স হলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যান্ড সিইও মোহাম্মদ আব্দুছ ছালাম আজাদ।

জনতা ব্যাংক নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. কামরুল আহসান, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যান্ড ল’ ডিভিশনের মহা-ব্যবস্থাপক দেলোয়ারা বেগম, ট্রেজারি অ্যান্ড ফরেন ডিভিশনের মহা-ব্যবস্থাপক আবুল বাসার মো. আবদুল হান্নান, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেক্রেটারিয়েট মহা-ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী, বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং শাখার ঢাকা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ফেরদৌসি বেগম।

জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে ফেনী এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মুজিবুর রহমান মোল্লা, সহকারী মহা-ব্যবস্থাপক মো. এমরান হোসেন মজুমদারসহ নোয়াখালী বিভাগের তিন জেলার বিভিন্ন নির্বাহী ও শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের সব শাখায় খেলাপি ঋণ আদায় করার জন্য তদারকি করেন। তিনি সিএমএসই ঋণ বিতরণ জোরদার, নারী উদ্যোক্তা তৈরি ও এসএমই ঋণ বিতরণের ওপর সব কর্মকর্তাদের গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মহিপাল শাখা ব্যবস্থাপক মো. আশরাফ-উদ-দৌলা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।