ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশে মোবাইল রিচার্জে মিলছে ৩০ শতাংশ ক্যাশব্যাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
বিকাশে মোবাইল রিচার্জে মিলছে ৩০ শতাংশ ক্যাশব্যাক

ঢাকা: বিকাশ অ্যাপ থেকে যেকোনো নম্বরে ৬০ টাকা মোবাইল রিচার্জ করলেই মিলছে ৩০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নিজের নম্বরে একই পরিমাণ রিচার্জ করলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক।

অফারগুলো চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অ্যাপ দিয়ে ৩০ শতাংশ এবং ইউএসএসডি দিয়ে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহক নিজের বা অন্য কারো মোবাইল রিচার্জ করার পরবর্তী কার্যদিবসের মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি পেয়ে যাবেন।

ঘরে বসে মোবাইল রিচার্জের সহজ মাধ্যম হিসেবে বিকাশ ব্যবহার করছেন দেশের অধিকাংশ মানুষ। নিজের এবং প্রিয়জনের কথা বলার জন্য মোবাইলের টক-টাইম হোক বা ইন্টারনেট প্যাকেজ, বিকাশ দিয়ে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটকের এর এয়ারটাইম/প্যাকেজ কেনার সুযোগ রয়েছে যেকোনো স্থান থেকে, যেকোনো সময়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।