ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন ২১ জিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন ২১ জিএম ...

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ২১ জন মহাব্যবস্থাপককে (জিএম) পদোন্নতি দিয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করে বিভিন্ন ব্যাংকে পদায়ন করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত ব্যাংকে যোগদানের নির্দেশনা দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক খান মো. ইকবালকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রূপালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

এছাড়াও বেসিক ব্যাংকের নিরঞ্জন চন্দ্র দেবনাথকে বেসিক ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. মজিবর রহমানকে সোনালী ব্যাংকে, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের অরুন কুমার চৌধুরীকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনেই, রূপালী ব্যাংকের বেগম সঞ্চিতা বিনতে আলীকে প্রবাসী কল্যাণ ব্যাংকে, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের চানু গোপাল ঘোষকে বাংলাদেশ কৃষি ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. আ. রহিমকে বেসিক ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুজ্জামান খানকে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকের মো.  মাহবুবর রহমানকে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. আসাদুজ্জামানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকের মীর মোফাজ্জল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. শওকত আলী খানকে রূপালী ব্যাংকেই, জনতা ব্যাংকের মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুল আহছানকে জনতা ব্যাংকেই, অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলামকে অগ্রণী ব্যাংকেই, রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দারকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে, রূপালী ব্যাংকের বেগম সালমা বানুকে বাংলাদেশ কৃষি ব্যাংকে, বেসিক ব্যাংকের আবু মো, মোফাজ্জেলকে বেসিক ব্যাংকেই ও অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলামকে অগ্রণী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।  

প্রজ্ঞাপন জারির দিন থেকেই এই নির্দেশনা কার্যকর হবে জানিয়ে বলা হয়েছে, সব কর্মকর্তাই যোগদানকৃত ব্যাংকের নির্ধারিত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।