ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনপ্রিয় চিপস ব্র্যান্ড চিজ পাফস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জনপ্রিয় চিপস ব্র্যান্ড চিজ পাফস জনপ্রিয় চিপস ব্র্যান্ড চিজ পাফস

২০ গ্রাম প্যাক সাইজে রেগুলার চিজ ও মোজারেলা চিজের দুটি ভিন্ন স্বাদে চিজ পাফস দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। রিয়েল চিজ ও কর্ণ থেকে প্রস্তত হয় চিজ পাফস।

শনিবার (৬ নভেম্বর) ওই কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে অন্য সকল তেলে ভাজা চিপস বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। চিজ পাফস প্রস্তুত হয় বেকড্‌ প্রক্রিয়ায়, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। ‘চিজের মজায় মজাদার, মন চায় বার বার’ এ স্লোগান নিয়ে ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে চিজ পাফসের মার্কেটিং ক্যাম্পেইন।

টেলিভিশন, পত্রিকা, ম্যাগাজিন, ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম এবং অন্যান্য সকল ডিজিটাল মিডিয়াতে আগামী ১ মাস যাবৎ চিজ পাফসের বিজ্ঞাপনের সরব উপস্থিতি থাকবে। বিলবোর্ড, শপসাইনসহ অন্যান্য আউটডোর মিডিয়াতেও এ ক্যাম্পেইনের উপস্থিতি থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।