ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য চুক্তি স্বাক্ষরে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
বাণিজ্য চুক্তি স্বাক্ষরে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

ঢাকা: শিগগির অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ একমত পোষণ করেছে।

বুধবার (১০ নভেম্বর) ইন্দোনেশিয়া সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এগাস গুমিশুয়াং কারতাসাসমিতার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানানো হয়।

 

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, শিগগির অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে উভয়পক্ষ একমত পোষণ করেন। এছাড়া ব্লু ইকোনমি, কারিগরী দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরেও উভয়পক্ষ সম্মত হয়। এ লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ।  

১০-১১ নভেম্বর অনুষ্ঠিতব্য শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জিসিজি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।