ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলিতে ভারতীয় ট্রাক বিকল, আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
হিলিতে ভারতীয় ট্রাক বিকল, আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরের জিরোপয়েন্টে ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে হিলির জিরোপয়েন্টের ভারত অংশে এ ঘটনা ঘটে।

ট্রাকটি দ্রুত সরিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল করার চেষ্টা চলছে।  

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, হিলি বন্দরের প্রবেশমুখে জিরোপয়েন্ট এলাকায় ভারত থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে দু’দেশের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এ ধরনের সমস্যায় পড়তে ব্যবসায়ীদের।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের প্রবেশ পথ (জিরোপয়েন্ট) থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই ট্রাক বিকল হয়ে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। এতে করে বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়ছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।